বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিলো ‘স্মাইল বাংলাদেশ’

(নিজস্ব প্রতিবেদক)

‘প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি।’ এই স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে সামাজিক ও মানবিক সংগঠন স্মাইল বাংলাদেশ।

১৯ জুন (শনিবার) সীতাকুন্ড উপজেলার ছলিমপুরে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক নজরুল ইসলাম জয় বলেছেন, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১ এর সঙ্গে সামঞ্জস্য রেখে স্মাইল বাংলাদেশ এ বছরও দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’ গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ বিরাট হুমকির মুখে রয়েছে। বায়ুমণ্ডলে দিন দিন কার্বনের পরিমাণ বেড়েই চলেছে। এই কার্বনডাইঅক্সাইড এর কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, হিমালয় ক্ষয় হচ্ছে, এন্টার্কটিকার বরফ গলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূমি পানিতে তলিয়ে যেতে পারে।

বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে ছলিমপুরে গাছের চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় সংগঠনটির অন্যান্য সদস্যরাও বিভিন্ন গাছের চারা রোপণ করে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন নজরুল ইসলাম জয়, সাদ্দাম হোসেন শিহাব, ফজলু,হৃদয়,মাইনুদ্দীন,আরমান
ইব্রাহিম, সাহির, রাজু, সাবরিনা, তানিয়া সহ আরো অনেকে।

উল্লেখ্য, বর্ষায় বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় স্মাইল বাংলাদেশ বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ওষুধি গুণাগুণ সম্পন্ন গাছের চারা রোপণ করবে।