গুরুতর অসুস্থ সাহারা খাতুন। নেয়া হতে পারে থাইল্যান্ডে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড নেয়া হতে পারে, সম্ভব না হলে শুক্রবার নেয়া হবে।
সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান এ তথ্য জানান।
মজিবুর রহমান জানান,
সাহারা খাতুনের বর্তমান শারীরিক অবস্থা গুরুতর অপরিবর্তিত রয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতির বিষয়ে আলোচনা চলছে। অনুমতি পাওয়া গেলে আমরা থাইল্যান্ডে নিয়ে যাব। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হতে পারে।