থানচির নাফাখুম, আমিয়াখুম ভেলাখুমসহ দুর্গমপথ বন্ধ
থানচির নাফাখুম, আমিয়াখুম, ভেলাখুম, বড় পাথরের দুর্গমপথ বন্ধ করে দিয়েছে থানচি প্রশাসন।
ভারী বর্ষণে বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীর পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায়
পর্যটকদের জন্য মারাত্মক ঝুঁকি হয়ে পড়েছে সাঙ্গু নদী ও এর চারপাশ।
ঝুঁকির কারণে থানচি উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক যাতায়াত সাময়িকের জন্য বন্ধ ঘোষণা করেছে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল ।
আরিফুল হক মৃদুল বাংলাদেশীয়ানকে জানান, টানা বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যে সকল স্পটসমূহ সাঙ্গু নদী সংলগ্ন, সবকটিতে স্রোতের কারণে মৃত্যুঝুঁকি রয়েছে।
পর্যটকদের সুরক্ষায় আপাতত কোন পর্যটককে থানচির ঐ সকল জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।
প্রতিবছর বর্ষার শুরুতে বাংলাদেশের এডভেঞ্চার প্রমীদের ঢল নামে এই পথে। সাধারণত বর্ষায় ঝর্ণা ও খুমগুলোতে পানির ভয়াল রুপ দেখতে কঠিন চ্যালেঞ্জ নিয়ে ছুটে অভিযাত্রী দল।
কিন্তু ৩০ জুন তিনাপসাইতার বেড়াতে গিয়ে এক নৌবাহিনী কর্মকর্তা ও এক কলেজ ছাত্রীর নিখোঁজের পর আর ঝু্ঁকি নিয়ে পর্যটক ও অভিযাত্রীদের অনুমতি দিতে নারাজ থানচি প্রশাসন।
থানচির জনপ্রিয় স্পটগুলোর মধ্যে রেমাক্রি, নাফাখুম, আমিয়াখুম, ভেলাখুম, আন্ধারমানিক, তিন্দু ও বড় মদক এলাকায় বর্ষা মৌসুমে অভিযাত্রীদের ঢল নামে।
তবে সাঙ্গু নদীর অবস্থা স্বাভাবিক হলে আগের মত আবারো পর্যটকরা থানচিতে বেড়াতে আসতে পারবেন বলে জানিয়েছেন ইউএনও ।