মাউন্ট কানামোর চূড়ায় লাল সবুজ পতাকা হাতে চার বাংলাদেশী

মাউন্ট কানামোর চূড়ায় লাল সবুজ পতাকা হাতে চার বাংলাদেশী

ভারতের হিমাচল প্রদেশের দুর্গম পর্বত হচ্ছে কানামো।  উচ্চতা ১৯ হাজার ৬৩৯ ফুট।  গত ৮ জুন এই পর্বত চূড়া জয় করেছেন বাংলাদেশি ৪ যুবক।

এ অভিযানে অংশ নেন- মাসুদ আনন্দ, আবু বকর সিদ্দিকী, হাসান বান্না, রাসেল ভূঁইয়া ও তাজরিয়ান হাসনাইন বিজয়।

৩০ মে বিকেলে বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে মাউন্ট কানামো এক্সপেডিশনে, দিল্লীতে তাদের সাথে যোগ দেয় বাংলাদেশী আরেক পর্বতারোহী আবু বকর। তারা দিল্লী, শিমলা, রেকং পো, কাযা, কিবের হয়ে কানামো বেস ক্যাম্পে পৌঁছায় ৬ জুন।

তবে পর্বত শ্রেণি মাউন্ট কানামোর চূড়ায় উঠেনি মাসুদ আনন্দ। তিনি এই টিমের কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেন।

বেসক্যাম্পে তাদের সাথে যোগ দেন হন কিবেরের একজন গাইড ও দু’জন পোর্টার। সেখানে শুরু হয় তাদের অনুশীলন।
৭ জুন আইস ট্রেকিং সহ চূড়ান্ত সামিটের জন্য প্রস্তুতি নেয় দলটি।

৮ ই জুন শুরু হয় চূড়ান্ত অভিযান। রাত তিনটায় সামিটের জন্য উপরে উঠতে থাকে পর্বতারোহীরা। তারা দুই ভাগে ভাগ হয়ে সামিট পুশ করে। এক দলে ছিল আবু বকর আর বিজয়, তাদের গাইড ছিল রওজা লামা। আরেক দলে ছিল বান্না আর রাসেল। তাদের গাইড ছিল কিষাণ।

পর্বতারোহীদের মাঝে আবু বকর সকাল ৯ টা ৩০ মিনিটে, বিজয় ১০ টা ৩৫ মিনিটে সামিট করে। বান্না আর রাসেল সামিট করে দুপুর ১ টা ৩৫ মিনিটে।

সামিট টিম কো অর্ডিনেশনে ছিল পর্বতারোহী মাসুদ।

পর্বতারোহী আবু বকর বলেন,
টিম থেকে কানামো পিকের রিডিং এসেছে ৫৯৮৬ মিটার ( ১৯৬৩৯ ফুট) । সামিটের সময় বাইরে তখন ঠান্ডা বাতাস আর তাপমাত্রা হিমাঙ্কের নিচে। রাত ৩ টায় আমরা চূড়ান্ত অভিযানের জন্য প্রস্তুত হতে থাকি। বাহিরে আবহাওয়া বেশ ভালো। আকাশও পরিষ্কার ছিল। এরপরেও তাপমাত্রা হিমাঙ্কের নিচে। রাত ৩টায় আমরা সামিট পুশ শুরু করি।


 

এরপর সেখানে লাল সবুজের পতাকা উত্তোলন করা হয়।  কিছুক্ষণ অবস্থান করে বিকেলে দলটি বেসক্যাম্পে নেমে আসে।