বার্সার আগুয়েরোর অস্ত্রোপচার আজ

বার্নলের বিরুদ্ধে পাঁচ গোলে জয় এলেও কাঁটার মতো বিঁধছিল সার্জিও আগুয়েরোর চোট। মঙ্গলবার প্রথমার্ধের অতিরিক্ত সময় হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো। এরপর টুইটারে অনুরাগীদের অন্তত দুসপ্তাহ মাঠের বাইরে থাকার কথা জানিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবারই জরুরি ভিত্তিতে বার্সেলোনায় হাঁটুর অস্ত্রোপচার হচ্ছে মেসির দেশের স্ট্রাইকারের। স্বাভাবিকভাবেই সুস্থ হয়ে ফের কবে মাঠে ফিরবেন আগুয়েরো, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সম্ভবত চলতি মৌসুমের বাকি সময়টা আগুয়েরোকে ছাড়াই খেলতে হবে স্কাই ব্লুজদের। বুধবার এমনটাই জানিয়েছেন ম্যানচেস্টার সিটি বস পেপ গুয়ার্দিওলা।

মঙ্গলবার ম্যাচের পরেই চিকিৎসকের পরামর্শ নিতে বার্সেলোনা উড়ে গিয়েছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। সেখানে গিয়ে চিকিৎসকের পরামর্শ মেনেই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন আগুয়েরো।

বার্সেলোনায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবি বুধবার টুইট করে আগুয়েরো লিখেছেন, ‘সব কিছুই মসৃণভাবে এগোচ্ছে। আমি দ্রুত সুস্থ হয়ে উঠব। ডাক্তার কুগাত ও তাঁর সহকারীদের কাছে কৃতজ্ঞ। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।’

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ২-১ জয়লাভ করেছিল গুয়ার্দিওলার ছেলেরা। অগস্টের দ্বিতীয় সপ্তাহে লিসবনে দ্বিতীয় লেগের ম্যাচে পুনরায় মুখোমুখি হবে দু’দল। কোয়ার্টারে জায়গা পাকা করতে গেলে ওই ম্যাচে আগুয়েরোর সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সিটির জন্য।