গালওয়ানে চীনের দেখাতে শক্তি বাড়াচ্ছে ভারত

গালওয়ান উপত্যকায় প্রস্তুত ভারতীয় সেনা

ভারতীয় সেনাবাহিনী গালওয়ান উপত্যকায় প্রস্তুত রয়েছে। ঘটনার পর
সেনাবাহিনীর রুলস অব এনগেজমেন্টে (আরওই) পরিবর্তন এনেছে ভারত।

এরইমধ্যে নিয়োজিত সেনা সদস্যদের পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে।

এতে ভারত-চীন সীমান্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) পরিস্থিতি বুঝে যথাযথ নিতে পারবে সেনারা।

হিন্দুস্তান টাইমস ঘটনার সত্যতা জানিয়ে রিপোর্ট করেছে।

ভারতীয় সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন,

আওই-তে সংশোধনী আনায় কমান্ডারদের আগ্নেয়াস্ত্র ব্যবহারে আর বাধা নাই। পাল্টা জবাব দিতে প্রস্তুত সেনারা।

৪৫ বছরের ইতিহাসে গত ১৫ জুন রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে গালওয়ান উপত্যকায়। এতে ভারতীয় সেনাবাহিনীর ২০ জন নিহত হয়েছেন। আহত অর্ধশতাধিক। এদিকে চীনা সেনাসদস্যও হতাহত হয়েছে বলে দাবী ভারতের। যদিও কিছু বলেনি চীন।

এসআর/পিআর