ক্রিকেটের ‘ফ্যাব ফোর’ ধারণা কীভাবে এলো

ফ্যাবুলাস ফোরের এই ধারণা এলো কোথা থেকে? উত্তরটা খুঁজতে গিয়ে ফিরতে হচ্ছে প্রায় ১১ বছর আগে। ২০১৪ সালের ৩১ আগস্ট নিউজিল্যান্ডের কিংবদন্তি মার্টিন ক্রোর কাছ থেকে আসে এই ফ্যাব ফোরের ধারণা। রুট, স্মিথ, কোহলি আর উইলয়ামসনের প্রত্যেকেই তখন  নিজেদের নাম কেবল প্রতিষ্ঠিত করেছেন বিশ্ব ক্রিকেটে। 

বিজ্ঞাপন

তখনই মার্টিন ক্রো বলেছিলেন, পরের দশ বছর ক্রিকেট বিশ্বকে শাসন করবেন তারা, ‘চারজনেরই একইরকমের প্রতিভা, মেধা, রানের নেশা এবং দায়িত্ববোধ রয়েছে। এদের প্রত্যেকেই ভবিষ্যতে নিজ নিজ দেশের অধিনায়ক হবে। কয়েক বছরের মধ্যেই এরা সবাই নিজেদের ফর্মের চূড়ায় যাবে। আর তারপরেই শুরু হবে এক দুর্দান্ত লড়াই যেটা নির্ধারণ করবে কে হবে বিশ্বের ১ নাম্বার ব্যাটার।’ 

মার্টিন ক্রোর সেই ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে সেটা অনায়াসে বলা চলে। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসের শীর্ষ ২০ রান সংগ্রাহকের তালিকায় আছেন ৪ জনেই। এরমাঝে জো রুটের অবস্থান সর্বকালের তালিকায় ৫ম স্থানে। ওয়ানডেতে অবশ্য এককভাবে অনেকটা এগিয়ে কোহলি। সর্বকালের তালিকায় আছেন ৩য় স্থানে। 

চারজনের মধ্যে প্রত্যেকেই অন্তত এক ফরম্যাটে জয় করেছেন বিশ্বসেরার মুকুট। বিরাট কোহলি ২০১১ সালের বিশ্বকাপ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলের সদস্য। জো রুট ২০১৯ সালে ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেয়ার অন্যতম নায়ক। ২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন।