কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার রাত ৩ টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
দীর্ঘ পাঁচ মাস পর দেশে ফিরলেন এই ক্রিকেটার। করোনাভাইরাস সংক্রমণের শুরুতে যুক্তরাষ্ট্রে ছিলেন সাকিব।
এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন
সাকিব স্পষ্ট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায়। এর মেয়াদ শেষ হবে আগামী ২৮ অক্টোবর।
এরপর লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে খেলার সুযোগ পাবেন। তাই দ্রুত অনুশীলন শুরু করতে যাচ্ছেন সাকিব।
তার আবাসিক ক্যাম্প হবে বিকেএসপিতে। তাকে ট্রেনিংয়ের দায়িত্বে থাকবেন নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দীন।
নিষেধাজ্ঞার সময়ে বিসিবির কোনও সুযোগ সুবিধা পাবেন না। এই কারণেই সাকিব নিজ উদ্যোগে বিকেএসপিতে অনুশীলন করতে যাচ্ছেন।