টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী বটতলা গ্রামে কামরুল ইসলামের স্ত্রী জয়নব বেগমের খামারে দেখা মিলেছে সোনা বাবুর।
জয়নাবের খামারে জম্ম সোনা বাবুর। ভীষণ যত্নে বড় হয়েছে। সাড়ে তিন বছর পর ‘সোনাবাবু’ এখন সেরা একটি ষাঁড়।
সোনাবাবুকে এই কোরবানির ঈদে হাটে তুলতে চান জয়নব বেগম। তিনি ‘সোনা বাবু’র দাম দিয়েছেন ১৫ লাখ টাকা।
সোনাবাবু সাড়ে ৯ ফুট লম্বা ও সাড়ে ৫ ফুট উচ্চতা। ওজন প্রায় ৩৫ মণ। হাটে তোলার আগেই এর দাম ঠিক করে রেখেছেন তিনি। ১৫ লাখ টাকার নিচে তার প্রিয় পশুটিকে বিক্রির কোনও ইচ্ছা নেই।